নিজস্ব প্রতিবেদক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে সব ধরনের জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাবে পড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের ক্ষেত্রেও। বেড়েই চলেছে দাম। দেশে গত ফেব্রুয়ারি থেকে দাম বাড়লো ছয় দফায়। সবশেষ লিটার প্রতি ১১১ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। সেই হিসাবে লিটার প্রতি বাড়লো ১৯ টাকা। নতুন এই দাম ৯ জুলাই থেকে কার্যকর হয়েছে। জেট ফুয়েলের দাম বিশ্ববাজারের সাথে মিলিয়ে সমন্বয় করে থাকে বিপিসি। সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম করা হয় ১১১ টাকা। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার। গত এপ্রিলে জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত মার্চ মাসে ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা এবং ফেব্রুয়ারি দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে সব ধরনের জ্বালানির দাম বাড়ছে। তাই সব জ্বালানিতেই আমরা এখন লোকসান দিচ্ছি। আর জেট ফুয়েল যেহেতু আমাদের সমন্বয় করার এখতিয়ার আছে সেহেতু আমরা করেছি। শুধু যেটুকু আমাদের লোকসান হচ্ছিল সেটুকুই বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমে এলে আবার কমিয়ে দেওয়ার সুযোগ আছে।
আরও পড়ুন
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা