খুলনা থেকে দুই হাজার কেজি জেল-ইনজেক্টেড চিংড়িসহ ১৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আসামিরা মাছের ওজন বাড়ানোর জন্য জেল ইনজেকট করে চিংড়ির একটি বড় চালান নিয়ে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে ২-৩টি গাড়ি আটক করে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাব সূত্রে জানা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়