খুলনা থেকে দুই হাজার কেজি জেল-ইনজেক্টেড চিংড়িসহ ১৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আসামিরা মাছের ওজন বাড়ানোর জন্য জেল ইনজেকট করে চিংড়ির একটি বড় চালান নিয়ে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে ২-৩টি গাড়ি আটক করে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাব সূত্রে জানা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে দুদক
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ