January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:28 pm

মোদির সঙ্গে সুস্মিতার প্রেম

অনলাইন ডেস্ক :

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ফের প্রেমে পড়েছেন। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী এবার প্রেমে পড়েছেন বিশিষ্টি ব্যবসায়ী ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদির। সম্প্রতি টুইটারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বেশ কিছু নতুন এই সম্পর্কের কথা জানিয়েছেন ৫৮ বছর বয়সী ললিত মোদি। প্রথম টুইটে প্রথমে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন তিনি; পরের টুইটে জানান এখনো বিয়ে করেননি, ডেট করছেন। তবে বিয়েটাও করবেন শীঘ্রই। সুস্মিতা সেন ও ললিত মোদির এই প্রেমের কাহিনি প্রকাশ্যে আসার পরই অন্তর্জালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে; রীতিমত ভারতজুড়ে হইচই পড়েছে। গেল বছরের শেষে মডেল রহমান শালের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি টানেন সুস্মিতা সেন। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। দত্তক নিয়েছেন দুই কন্যা সন্তান। অন্যদিকে, ললিত মোদি ১৯৯১ সালে মিনাল সাগ্রানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। তাঁদের দুই এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে মিনাল ক্যান্সারে মারা যান।