January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:37 pm

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

শুক্রবার সকালে চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল জনপ্রিয় অভিনেতা ও পরিচালক প্রতাপ পোথেন এর মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দাপটের সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। শতাধিক মালায়ালাম, তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন প্রতাপ। পাশাপাশি তিনি ছিলেন একাধারে স্ক্রিপ্ট রাইটার, পরিচালক ও প্রযোজক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শারীরিক অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে অভিনেতার। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তার মৃত্যুতে শোকার্ত দক্ষিণ ভারতের সিনে ইন্ডাস্ট্রি। শোক বিবৃতিতে বলা হয়েছে, মালায়ালাম ছবিতে অভিনয়ের জন্যই দর্শক মনে রাখবে তাকে। তার সংলাপ উচ্চারণ শৈলি আগামী প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে। ১৯৮৫ সালে ‘মীনদাম ওরু কাথাল কাথাই’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রতাপ পোথেন। তার ক্যারিয়ারে স্বীকৃতির সংখ্যা অজস্র। আশির দশকে একাধিক বার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার। টোয়েন্টি টু ফিমেল কোট্টায়াম, ইদুক্কি গোল্ড, এজরা, ব্যাঙ্গালোর ডে’জ-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের জন্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি চিরকৃতজ্ঞ এই অভিনেতার কাছে। তার মৃত্যুতে শোকের ছায়া মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পেশাদার জীবনে ব্যপাক সফল এই অভিনেতার ব্যক্তিগত জীবন সুখের হয়নি। ১৯৮৫ সালে অভিনেত্রী রাধিকা সারাথকুমারকে বিয়ে করেছিলেন, তবে বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ হয়। এরপর আমালা সত্যানাথকে বিয়ে করেন প্রতাপ, তবে ২০১২ সালে ফের ডিভোর্স হয় তার।