January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:40 pm

কাকে ‘ইমম্যাচিউর’ বললেন পরীমনি?

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, শরিফুল রাজের ‘পরাণ’ ও জিয়াউল রোশানের ‘সাইকো’। সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’। তিনটি সিনেমার টিমই দর্শক টানতে নানা ধরনের প্রচারণায় মেতে উঠেছেন। এর মধ্যে কেউ কেউ একে অপরের বিরুদ্ধে অপপ্রচারণামুলক বক্তব্যও দিচ্ছেন। পরাণ চলচ্চিত্র নিয়ে লেখা একটি পোর্টালের অনন্ত সিআইপি নামে পেইজে শেয়ার দেন- যার শিরোনাম ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনির স্বামী শরীফুল রাজ। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পরীমনি। স্ক্রিনশট নিজের ফেসবুক পেইজে প্রকাশ করে অনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর বলে আখ্যাও দিয়েছেন। ’ পরীমনি লেখেন, ‘লেইম! আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে ‘দিন : দ্য ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া। ’ ঈদুল আজহায় সারাদেশে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত পূজা চেরি ও রোশানে ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানে ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহে।