অনলাইন ডেস্ক :
ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ৪৪ জন। গত বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিতে নদীর পানি বেড়ে এ বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় পানিতে ভেসে গেছে অনেক ঘরবাড়ি রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। পানিতে আটকা পড়ে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। যাদের উদ্ধারে তৎপর রয়েছে উদ্ধারকর্মীরা। তবে এখনো কাউকে উদ্ধার না করা যাওয়ায় হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গভর্নর গ্লেন ইয়োংকিন বুধবারই ঝড়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, আমরা গভীরভাবে শোকাহত যে এই বন্যা আমাদের এত ক্ষতির সম্মুখীন করল। এটা গত বছরের বন্যার ক্ষত না মুছতেই বাসিন্দাদের আবারও আক্রান্ত করল। খবর আনাদলু নিউজ এজেন্সির। তিনি বলেন,‘ভার্জিনিয়ার বুচানান কাউন্টির মানুষদের রক্ষায় আমরা সম্ভবপর সকল সহযোগিতাই করছি।’গত বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির পরিমাপ বুঝতে বন্যাদুর্গত এলাকায় বিশেষ দল পৌঁছেছে। এ ছাড়া বন্যায় আটকেপড়াদের উদ্ধারে আরও কর্মীদের পাঠানো হচ্ছে। ভার্জিনিয়ার যোগাযোগ বিভাগ জানিয়েছে, তারা দুর্গত এলাকায় সাহায্য পাঠাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন
গাজায় দুর্ভিক্ষের ঘোষণা জাতিসংঘের
এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ‘কর্মী ভিসা’
মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান