দিনাজপুরের নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিতুল হাওলাদার (২৩) যশোহরের বারাপাড়ার আলাদিপুরের ইব্রাহিম হাওলাদারের ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষন রায় ব্রতি জানান, নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় রাস্তার পাশে সার বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুত গতিতে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী মিতুল দুর্ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর পরেই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
আগামী নির্বাচনের আগে আরও দুটি সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আজও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫