অনলাইন ডেস্ক :
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পাওলো দিবালার সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে ইতালিরই আরেক ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো মতে, দিবালার নতুন ঠিকানা এএস রোমা। ফ্রি এজেন্ট দিবালা তিন বছরের চুক্তি করবেন রোমার সঙ্গে। অর্থ্যাৎ ২০২৫ সাল পর্যন্ত রোমার সঙ্গে থাকবেন দিবালা। এই ট্রান্সফারে বড় ভূমিকা রোমা কোচ হোসে মরিনহোর। রোমার প্রজেক্ট নিয়ে বেশ কয়েক বার দিবালার সঙ্গে কথা বলেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ। ২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। চারবার কোপা ইতালিয়ার শিরোপার পাশাপাশি জুভেন্টাসকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন দিবালা। গত মৌসুমে দীর্ঘদিন ইনজুরিতে থাকা এই তারকা ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম