January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 9:27 pm

পাবনার আতাইকুলায় ইছামতি নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার আতাইকুলার সড়াডাঙি গ্রামে ইয়াছিন(৬) ও ইমন(৭) নামের দুই শিশু ইছামতি নদীর পানিতে ডুবে মারা গেছে।
নিহত ইয়াছিন আতাইকুলা থানার সড়াডাঙি গ্রামের রতন শেখের ছেলে ও ইমন একই গ্রামের মন্টু খাঁ ছেলে। তারা দুইজনই সড়াডাঙি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
নিহতের চাচা মানিক হোসেন জানান, দুপুরে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে ইয়াছিন ও ইমন ইছামতি নদীর ঘাটে গোসল করতে যায়। সেখানে পা পিছলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তাদের না পেয়ে পরে নদীতে জাল পেলে বিকেলে তাদের মৃতদেহটি উদ্ধার করা হয়। কোমলমতি দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
আতাইকুলা থানার পুলিশ সহকারী পরিদর্শক নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।