করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার ঢাকার একটি আদালত জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন,সিইও এবং ছয়জনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য হাকিম মো. তোফাজ্জল হোসেন এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা শারমিন হুসাইন এবং নির্বাহীরা হলেন- শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, সাঈদ চৌধুরী, জেবুন্নেছা রিমা ও বিপ্লব দাশ।

২০২০ সালের ১২ জুলাই এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে সাবরিনা কারাগারে রয়েছেন। তার স্বামী এবং অন্যদের ২৩ জুন গুলশানের জেকেজি হেলথকেয়ারের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
জেকেজি হেলথকেয়ার যথাযথ পরীক্ষা পদ্ধতি অনুসরণ না করেই ২৭ হাজার করোনভাইরাস রিপোর্ট দেয় যার মধ্যে বেশিরভাগই জাল বলে প্রমাণিত হয়েছে।
গত ২০ আগস্ট ঢাকার একটি আদালত মামলায় সাবরিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৩১ আগস্ট দুটি জাতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে সাবরিনার বিরুদ্ধে আরেকটি মামলা করে নির্বাচন কমিশন।
মামলার বিবরণী অনুযায়ী, সাবরিনা দুটি এনআইডিতে তার স্বামীর দুটি ভিন্ন নাম ব্যবহার করেছেন এবং একটিতে তার বয়স কমিয়েছেন।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো