জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষে ৩য় পর্যায় ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের ২১ জুলাই উদ্বোধন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদ উদ্দিন পিএএ মঙ্গলবার (১৯ জুলাই) প্রেস কনফারেন্স করেছেন। উপজেলা প্রশাসনিক ভবন কনফারেন্স রুমে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ মহতি উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এ সময় উপজেলা প্রকৌশলী মজিদুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হকসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার জানান, ৩য় পর্যায় ২য় ধাপে উদ্বোধনের দিন এ উপজেলায় ১০২ জন পরিবারের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারী কপি হস্তান্তর করা হবে। এর মদ্যে উপজেলা রাজস্ব তহবিল হতে ঘরের বরাদ্দ দেওয়া হয়।
আরও পড়ুন
রংপুর অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত
৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকা দুর্নীতি
পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ