অনলাইন ডেস্ক :
পর্নোগ্রাফি সিনেমা তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফি সিনেমা তৈরি সম্পর্কিত একটি মামলায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর সোমবার সন্ধ্যায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তারা জানায়, পর্নোগ্রাফিক সিনেমাগুলো ভারতে শুটিং করা হয় এবং তারপর যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে স্থানান্তরিত হয়। এই মামলায় মুম্বই পুলিশ মোট নয় জনকে গ্রেপ্তার করেছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফিক সিনেমা তৈরি ও কিছু অ্যাপের মাধ্যমে তা প্রকাশের বিষয়ে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মুম্বাইযয়ে একটি মামলা করা হয়। তদন্তের মাধ্যমে পর্যাপ্ত তথ্য পাওয়ার পর রাজ কুন্দ্রাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।
তবে পুলিশের জোর দিয়ে প্রত্যাখান করেছেন ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
আরও পড়ুন
ফারুকী, সেলিম, রাফি, হিমেলসহ আলোচিত ৮ পরিচালক
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা