ভবিষ্যতের জন্য বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের ব্রিফ করেন।
সরকারের মিতব্যয়ী পদক্ষেপের অংশ হিসেবে বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো:
১. সব সরকারি অফিসে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য সব মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
২. সংশ্লিষ্ট অফিসের জন্য বরাদ্দ করা জ্বালানির ২০ শতাংশ কম ব্যবহারের জন্য অর্থ বিভাগ একটি গেজেট প্রকাশ করবে।
৩. অনলাইনে সভা আয়োজন করতে হবে এবং জরুরি না হলে সশরীরে সভা এড়িয়ে যেতে হবে।
৪. অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করা।
৫. মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা এবং খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং নিশ্চিত করা।
৬. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনে ব্যক্তিগত গাড়ির ব্যবহার যৌক্তিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৭. জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অর্থবছরের শুরু থেকেই অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
৮. প্রতিটি মন্ত্রণালয় ক্রয় পরিকল্পনা পর্যালোচনা করে রাজস্ব ব্যয় কমানোর উদ্যোগ নেবে।
বৈঠকে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব কে এম আলী আজম, অর্থ বিভাগের জ্যৈষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও