ইউএনবি, ঢাকা :
করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করে যাচ্ছে এবং এই লড়াইয়ে জিততে হবে বলে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততে হবে এবং আমরা জিতব।’
দেশবাসীকে করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করোনার স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা।
বুধবার উদযাপিত হতে যাওয়া মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আজ সকালে (২০ জুলাই) বাংলাদেশ টেলিভিশনও অন্যান্য মিডিয়ায় প্রচারিত এক ভিডিও বার্তায় শেখ হাসিনা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী দেশ-বিদেশের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান এবং কোভিডে প্রাণ হারানোদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন