January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 21st, 2021, 8:35 pm

করোনা মহামারির মাঝে দেশজুড়ে পালিত হচ্ছে ইদুল আজহা

ছবি

অনলাইন ডেস্ক :ও

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণের মাঝে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

যদিও করোনা যাতে এই উৎসবে প্রভাব ফেলতে না পারে সেজন্য সরকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান পৃথক শুভেচ্ছা বার্তায় দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনের দরবার হলে তাঁর ঈদ নামাজ আদায় করেছেন।

এইবছর ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঢাকার প্রথম এবং বৃহত্তম ঈদ জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮ টা, ৯ টা, ১০ টা এবং ১০.৪৫ মিনিটে আরও ৪ টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

যদিও এইবছর করোনা সংক্রমণের কারণে শোলাকিয়ার দেশের বৃহত্তম ঈদ জামাত বাতিল করা হয়েছে।

ঈদ জামাত শেষে দেশের সর্বত্র পশু কোরবানি দিতে দেখা গেছে।

উল্লেখ্য কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন ১০ টি মনিটরিং টিম গঠন করেছে।