January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 21st, 2021, 8:42 pm

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠাল ভারত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন- সিরাজগঞ্জের বিল্লাল হোসেনের মেয়ে মৌসুমি খাতুন (২৪) ও যশোরের শহিদ বিশ্বাসের মেয়ে মরিয়ম খাতুন (২৫)।

যশোরের এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তা শাওলী সুলতানা জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধপথে সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইতে যায় তারা। পরে পাচারকারী তাদের ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ দেয়। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে। পরবর্তীকালে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এক পর্যায়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি আদানপ্রদানের মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যার হেফাজতে দেওয়া হয়েছে। তাদেরকে বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

(সূত্র : ইউএনবি)ও