রাজধানীর যাত্রাবাড়ীর বিশ্বরোড এলাকায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মনির হোসেন নামে আহত এক যাত্রী বলেন, ‘বিশ্বরোড মোড়ে বাঁক নেয়ার কিছুক্ষণ পর বন্ধন পরিবহনের দ্রুতগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।’
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের মধ্যে ১৮ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
—ইউএনবি
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন