January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 23rd, 2022, 1:15 pm

চবিতে ছাত্রী হেনস্তা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সকালে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক তাদের নাম পরিচয় ও আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, এই বিষয়ে দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট) সিপিসি-৩ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে জড়িতদের একজন চবি শাহ আমানত হলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, রাত সাড়ে ১২টা থেকে চবির আমানত হলে অভিযান চালানো হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন। তাকে শাররিক নির্যাতন ও তার বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং ওই ছাত্রী ভিডিও করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে মামলা করা হয় এবং ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

—ইউএনবি