মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর ১৪ বছরের এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাসিব মুন্সী একই এলাকার মৃত শায়েখ মুন্সীর ছেলে এবং পলাশবাড়িয়ার ঝামা বরকাতুল উলূম ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে দর্শকদের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন।
পরে ছাত্র হাসিব মুন্সীকে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বোয়ালমারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৮টার দিকে সে মারা যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষ ও হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের আটকের চেষ্টা চলছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন