ঢাকার আপত্তির মুখে বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃত সংস্করণ ব্যবহার করা ছবিটি ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কভার ফটো থেকে সরিয়ে নিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি জানানোর একদিন পর রবিবার পাকিস্তান হাইকমিশন কভার ফটোটি সরিয়ে নেয়।
ডি-৮ এর মন্ত্রী পরিষদের ২০তম অধিবেশন নিয়ে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন,বাংলাদেশের পতাকার সঙ্গে জড়িয়ে পাকিস্তানের পতাকার যে ছবি ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে ব্যবহার করেছে তা তাদের (ঢাকা) পছন্দ হয়নি।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তারা (পাকিস্তান) বিভিন্ন মিশনের পেজে আরও কয়েকটি দেশের পতাকার ছবি আপলোড করেছে।
এ বিষয়ে তিনি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের কূটনৈতিক মিশনের কথা উল্লেখ করেন।
মোমেন বলেন, ‘আমরা তাদের (পাকিস্তানকে) বলেছি এটি আমাদের পছন্দ নয়।’
তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এ ছবি আপলোড করেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পাকিস্তান, যোগ করেন মোমেন।
শুক্রবার মুক্তিযোদ্ধা মঞ্চ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার বিতর্কিত ছবি পোস্ট করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে।
—-ইউএনবি
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় পলক ৪ দিনের রিমান্ডে
সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ, তার ভিত্তিতেই সবকিছু: প্রধান উপদেষ্টা
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন