অনলাইন ডেস্ক :
জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ আসছে বাংলাদেশে। শনিবার পররষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এই টিকা গ্রহণ করবেন। কোভেক্সের আওতায় এই টিকা পাঠানো হচ্ছে।
ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে করে শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালানটি এসে পৌঁছাবে বলে জানা গেছে।
কয়েক দফায় জাপান বাংলাদেশকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিবে বলে জানিয়েছে। জাপান জানিয়েছে, করোনা-১৯ মহামারির বিরুদ্ধে তারা বাংলাদেশের পাশে দাঁড়াবে।
এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এক ঘোষণায় বলেছেন, তারা এই অঞ্চলের ১৫ টি দেশকে কোভেক্সের আওতায় ১১০ কোটি টিকা দিবে।
আরও পড়ুন
ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করলেন সেই সুখরঞ্জন বালি
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের