January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 25th, 2022, 7:52 pm

আবারও মেসিকে বার্সায় চান লাপোর্তা

অনলাইন ডেস্ক :

বর্তমানে পুরো বিশ্বে বার্সেলোনার যত সমর্থক রয়েছে তাদের অধিকাংশই লিওনেল মেসির কারণে ক্লাবটিকে সমর্থন দেয়। তাদের কাছে বার্সা বলতে মেসিকেই বুঝায়। কিন্তু গত বছর একরকম বাধ্য হয়ে কাতালান ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন সুপারস্টার। লা লিগার আর্থিক ঝামেলায় পড়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে যেতে দিতে রাজি হন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। সেদিন বিদায় বেলায় মেসির কান্না কোটি কোটি সমর্থকের হৃদয় ভেঙে দিয়েছিল। তবে আর হতাশা নয়, ভক্তদের জন্য সুখবর দিলেন বার্সা প্রেসিডেন্ট। জানিয়েছেন, বার্সেলোনায় মেসির অধ্যায় এখনো শেষ হয়নি। অর্থাৎ সাত বারের ব্যালন ডি’অর জয়ীকে আবার ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনতে চান তিনি। তবে কবে সেটা বলেননি। কারণ, পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। গুঞ্জন রয়েছে, প্যারিসিয়ানরা তার সঙ্গে চুক্তির আরও এক বছর বাড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি ইএসপিএনকে জোয়ান লাপোর্তা বলেন, ‘বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি না। এবং আমি বিশ্বাস করি, এটা আমাদের দায়িত্ব যেন অধ্যায়টি সবসময় খোলা থাকে। এটা বন্ধ হবে না।’ লাপোর্তা এটাও স্বীকার করেছেন যে মেসির এভাবে ক্লাব ছেড়ে যাওয়ায় তিনিও কষ্ট পেয়েছেন। কিন্তু কোনো উপায় ছিল না। বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘নৈতিকভাবে বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি, তখন যা করেছি সেটা করার প্রয়োজন ছিল। তবে একইসঙ্গে বার্সা প্রেসিডেন্ট এবং ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি তার (মেসি) কাছে ঋণী।’