বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সচিব হায়দার আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
রবিবার রাত ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দারের ছেলে ব্যারিস্টার জিসান হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা অনেকদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জিসান বলেন, ভোটকান্দি ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায় পারিবারিক কবরস্থানে হায়দারকে দাফন করা হবে।
হায়দার আলী কর্ম জীবনে তথ্য, পাট ও বস্ত্র এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব