অনলাইন ডেস্ক :
গত বছর ছেলেদের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার মেয়েদের কোপার সেমিতেও মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানে অবশ্য হেরে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া। গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা নিজেদের গ্রুপ ‘বি’ তে ছিল দ্বিতীয় স্থানে। মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। বাকি সময়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। তবে গোল শোধ করতে পারেনি তারা। বুধবার ভোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম