January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 9:44 pm

খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১১২ টাকা

ফাইল ছবি

খোলা বাজারে ডলারের সংকট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলোর স্থিতিশীল বিনিময় হারের দাবির মধ্যেই প্রতি ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়েছে।

খোলা বাজারের ডলার ব্যবসায়ীরা ইউএনবিকে বলেন, গত কয়েক সপ্তাহে ডলারের বিনিময় হার মারাত্মকভাবে বেড়েছে।

রাজধানীর মতিঝিলের একটি এক্সচেঞ্জ হাউসের মালিক আব্দুল মালেক জানান, সোমবার তারা প্রতি ডলার ১০৫ টাকায় বিক্রি করেন। কিন্তু মঙ্গলবার তা বেড়ে ১১২ টাকায় পৌঁছেছে; যা এ যাবৎকালের সর্বোচ্চ।

বৈদেশিক লেনদেন ও আমদানির এলসি খোলার জন্য মঙ্গলবার বেসরকারি ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ১০৩ থেকে ১০৪ টাকায়।

গত বছরের ২৬ জুলাই মার্কিন ডলারের মান ৮৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। অর্থাৎ এক বছরে স্থানীয় মুদ্রার মান ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন যে স্বল্প সরবরাহের তুলনায় মার্কিন ডলারের চাহিদা বেড়েছে।

তারা বলেন, ডলার ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট এ মূল্য হ্রাসের জন্য আংশিকভাবে দায়ী।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি ও নীতি শিথিলের পদক্ষেপ সত্ত্বেও চলরি বছরের জুন থেকে ডলার বাজার এখনও স্থিতিশীল নয়।

—ইউএনবি