January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:32 pm

ওপেন হার্ট সার্জারির পর সুস্থ হয়ে উঠেছেন ফেরদৌস ওয়াহিদ

অনলাইন ডেস্ক :

বেশ কয়েক দিন হয় হৃদরোগে আক্রান্ত হয়ে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে ওপেন হার্ট সার্জারি হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের পুত্র জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বর্তমানে ওই হাসপাতালেই ভর্তি আছেন বলে জানিছেন তিনি। ফেরদৌস ওয়াহিদের শারীরিক অবস্থা জানিয়ে হাবিব ওয়াহিদ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে শুরুতেই এ শিল্পী বলেন, ‘আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় জনাব ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন। দেশের স্বনামধন্য হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির তার সার্জারি করেন। সার্জারিটি মোটেও সহজ ছিল না। কিন্তু ওঁর দক্ষ হাতে খুব ভালোভাবেই তা সম্পন্ন হয়।’ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাবিব ওয়াহিদ বলেন ‘ঢাকার ইউনাইটেড হাসপাতালে অনেক যত্নসহকারে আমাদের প্রিয় এই পপ সম্রাটের দেখাশোনা করছেন ডাক্তাররা; যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’ ৬৯ বছর বয়েসী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। গত ১৪ জুলাই দিবাগত রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।