মিশর কনফারেন্স অব দ্য পার্টিস (সিওপি২৭) নিয়ে ব্যস্ত থাকবে। এ জন্য আরও এক বছর ডি-৮ এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিশর এই প্রস্তাব করলে সদস্য দেশগুলো সেটি অনুমোদন করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রাজধানীর একটি হোটেলে ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সভার ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন মোমেন।
চলতি বছরের অক্টোবর থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর হতে পারে যা ডি-৮ এর সদস্য দেশের মধ্যে আন্ত-বাণিজ্য ত্বরান্বিত করবে। বর্তমানে ডি-৮ এর দেশের মধ্যে আন্ত-বাণিজ্যের পরিমাণ ১২৯ বিলিয়ন মার্কিন ডলার।
ডি-৮ ডেভেলপিং-৮ নামেও পরিচিত। এটি উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক সহযোগিতামূলক একটি সংগঠন। এর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ১৯৯৭ সালে ইস্তানবুলে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও