অনলাইন ডেস্ক :
ফর্মুলা ওয়ানের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল অবসরের ঘোষণা দিয়েছেন। এই মৌসুম শেষেই অবসরে যাবেন তিনি। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান জার্মান এই ড্রাইভার। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রিতে বিএমডব্লিউ সবারের হয়ে ফর্মুলা ওয়ানে অভিষেক হয় ভেটেলের। ৩৫ বছর বয়সী ভেটেল ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন রেড বুলের হয়ে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তাদের হয়ে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ছয় মৌসুম ফেরারিতে কাটালেও তাদের হয়ে কিছু জেতা হয়নি ভেটেলের। বর্তমানে তিনি অ্যাস্টোন মার্টিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন। অবসরের ঘোষণার পর ভেটেল বলেছেন,’এই খেলাকে অনেক ভালবাসি। শুরু থেকেই এটি আমার জীবনের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ট্র্যাকে যে জীবন আছে, এর বাইরেও একটা জীবন আছে। একজন রেসিং ড্রাইভার হওয়া আমার একমাত্র পরিচয় না। আমার একটি পরিবার আছে এবং আমি তাদের আশপাশে থাকতে ভালোবাসি। আমি ফর্মুলা ওয়ানের বাইরে পরিবারকে সময় দিতে চাই। ‘
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম