নিজস্ব প্রতিবেদক :
করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী নতুন করে আরোপিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। সড়কে সকাল থেকে যানবাহন ও মানুষের চলাচল কম। বিশেষ কাজ ছাড়া কেউ বের হলে জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হচ্ছে।
কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবারে ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৪০৩ জন। ডিএমপি জানায়, অহেতুক ঘোরাফেরা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার রাখা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
টোল আদায়ে অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা