অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসের জমকালো উদ্বোধন হয়েছে গত রাতে। শুক্রবার থেকে মাঠের লড়াইয়ে নামছে সবাই। বাংলাদেশের ক্রীড়াবিদরাও আছেন সেই লড়াইয়ে। তবে শুরুটা হয়েছে দুঃসংবাদে। দেশের অন্যতম সেরা বক্সার সুরো কৃষ্ণ চাকমা রিংয়েই নামতে পারেননি! শারীরিক অবস্থার কারণে ডাক্তার তাকে রিংয়ে নামার অনুমতি দেননি। প্রতিপক্ষ ছিল ফিজির একজন প্রতিযোগী। সুরো কৃষ্ণ চাকমার অংশ নেওয়ার কথা ছিল লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬০-৬৩.৫ কেজি)। রিংয়ে নামতে না পেরে সুরো কৃষ্ণও ভীষণ হতাশ। ফেসবুকে লিখেছেন, ‘যারা আমার লড়াই দেখার জন্য অপেক্ষায় ছিলেন। তাদের জন্য দুঃসংবাদ। ডাক্তার আমাকে শারীরিক অবস্থা দেখে খেলার অনুমতি দেননি। এরজন্য দুঃখ প্রকাশ করছি। এই অবস্থায় আমার কেমন লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না।’ তবে বাংলাদেশের অন্য দুই বক্সারের রিংয়ে নামার কথা রয়েছে। সেলিম হোসেন অংশ নেবেন ফেদারওয়েইট (৫৪-৫৭ কেজি) ওজন শ্রেণিতে ও হোসেন আলী ওয়েল্টারওয়েইট ওজনশ্রেণিতে (৬৩.৫-৬৭কেজি)। বার্মিংহাম থেকে দলের ডাক্তার শফিকুর রহমানবলেছেন, ‘শুরুর দিকে সুরো কৃষ্ণর প্রেশার বেশি ছিল। পরবর্তীতে স্বাভাবিক হয়ে এলেও আয়োজকরা খেলতে অনুমতি দেননি। কেননা ততক্ষণে যে সময় ছিল না। যে কারণে ও রিংয়ে নামতে পারেনি। তবে ফিজির বিপক্ষে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল। ওর দুর্ভাগ্য খেলতে পারলো না।’
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম