অনলাইন ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ৩০ জুলাই শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজে চোটের জন্য দলে নেই দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা। আজ শনিবার হারারে স্পোর্টস ক্লাবে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচও একই ভেন্যুতে, ৩১ জুলাই ও ২ আগস্ট। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল খেলবে তিনটি ওয়ানডে।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদহেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাদাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম