অনলাইন ডেস্ক :
শিল্পা শেঠীর কাছ থেকে সফল নারী উদ্যোক্তার পুরস্কার নিলেন চিত্রনায়িকা সানিয়া নুর। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী এক সফরে শনিবার রাতে ঢাকায় এসেছিলেন। ‘মিরর’ ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়ে সন্মাণনা তুলে দেন তিনি। হোটেল শেরাটনে রাতের এই অনুষ্ঠানে সফল ব্যবসায়দের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এসময় শিল্পা শেঠীর কাছ থেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে বিজনেস এ্যাওয়ার্ড ২০২২ গ্রহণ করছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা সানিয়া নুর। উল্লেখ্য, সানিয়া নূর অভিনীত নতুন নির্মাণাধীন ছায়াছবি স্বপ্নের রাজকন্যা পরিচালনা করছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। বিজ্ঞপ্তি।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান