January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 7:41 pm

আইনি জলিলতায় ‘রাম সেতু’

অনলাইন ডেস্ক :

অক্ষয় কুমার অভিনীত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘রাম সেতু’ এ বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগেই বাঁধ সাধলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। পুরাণের তথ্য অনুযায়ী ‘রাম সেতু’র তথ্য ফিল্মে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ সুব্রহ্মণ্যমের। পরিচালক অভিষেক শর্মা ও ফিল্মের সঙ্গে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার এবং আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন বিজেপি সাংসদ। জুলাইয়ের শুরুর দিকে একটি টুইটে রাম সেতু নিয়ে প্রযোজনা সংস্থাকে সতর্ক করেছিলেন স্বামী। লিখেছিলেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে রাম সেতুর মাহাত্ম্য চুরি করছেন?’ বিজেপি সাংসদের দাবি, তার সঙ্গে এরপরেও কেউ যোগাযোগ না করায় রাম সেতু নিয়ে তৈরি দু’টি ছবিকেই কাঠগড়ায় তুলতে বাধ্য হলেন তিনি। সুব্রহ্মণ্যম স্বামী দু’টি ছবি নিয়েই লিখেছেন, ‘ক্ষতিপূরণ দাবি করে মামলা রুজু করেছেন আমার সহযোগী সত্য সবরওয়াল। রাম সেতু নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করার কারণে অক্ষয় কুমার-সহ ছবির কলাকুশলীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনছি।’ আর একটি টুইটে বিজেপি সাংসদ অক্ষয় কুমারের কানাডিয়ান নাগরিকত্ব নিয়েও কথা বলেছেন। তার মতে, ‘অভিনেতা অক্ষয় কুমার যদি একজন বিদেশি নাগরিক হন, তবে আমরা সেই দেশকে জানিয়ে তার গ্রেফতারির ব্যবস্থা করে এখান থেকে তাড়িয়ে দিতে পারি।’ অন্যদিকে, সত্য সবরওয়াল দাবি করেছেন, রাম সেতু সম্পর্কে সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার ছবি পোস্টার হিসাবে ব্যবহার করেছে কর্মা মিডিয়া। এটি অপরাধ। ছবির পরিচালক বিশাল চতুর্বেদী অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলা ‘রাম সেতু’তে অক্ষয় কুমার ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজ, নুশরত ভারুচা এবং সত্য দেব মূল ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছরের ২৪ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা।