অনলাইন ডেস্ক :
প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরইমধ্যে বড় পর্দায় তার অভিষেক হয়েছে। ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দীঘি। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মও প্রকাশ্যে এসেছে তার। এ নায়িকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচিত। তাকে নিয়ে চর্চা হয়, আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন ছবি ও টিকটক করে নিজেকে অলোচনায় রাখেন তিনি। ইনস্টাগ্রামেও সক্রিয় দীঘি। সেখানে নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন। সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী ছাড়িয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত দীঘি। আনন্দ প্রকাশ করে তিনি অনুসারীদের বললেন, ১ লাখ, ইয়েসস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান