Saturday, July 24th, 2021, 8:26 pm

রাজধানীতে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গ্রেপ্তার প্রায় ৪০০

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও থেমে নেই মানুষের আসা-যাওয়া। বিজিবির চেক পোস্টে তাদেরকে জেরার মুখে পড়তে হয়। ছবিটি শনিবার দুপুরে যাত্রাবাড়ি এলাকা থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী নতুন করে আরোপিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে শনিবার (২৪ জুলাই) রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (শনিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেন।