January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 7:04 pm

সিলেটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ১৬ জন

জেলা প্রতিনিধি, সিলেট :
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের পক্ষ থেকে সিলেটে কর্মরত ১৬ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে অসুস্থ সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের সদস্যরাও রয়েছন।
১ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, এসএমপির মুখপাত্র ও এডিসি (এসপি) বিএম আশরাফ উল্লাহ তাহের, জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্বে) উজ্জল শীল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাংবাদিক মোঃ ফয়ছল আলম।
জেলা প্রশাসক সিলেট মোঃ মজিবর রহমান বলেন, সাংবাদিকরা বিগত বন্যাসহ সকল দূর্যোগে সরকারের পাশে কাজ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সরকার উপকৃত হয়। এ কারনে মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সুখ দুঃখের বিষয়টি গভীর ভাবে অনুধাবন করেন। যে কারনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন সাংবাদিকরা। এতে সত্যিকার অর্থেই উপকৃত হচ্ছেন সাংবাদিকরা।