অনলাইন ডেস্ক :
এলভিস প্রিসলির ব্যবহৃত কিছু সামগ্রী এবং অলংকার নিলামে তোলা হবে। প্রায় ২০০ সামগ্রী নিয়ে এ মাসের ২৭ তারিখে নিলামের আয়োজন করা হবে। যেসব সামগ্রী নিলামে তোলা হবে তার মাঝে আছে এলভিসের একাধিক ঘড়ি, আংটি, কাফলিঙ্কস, চেইন। এছাড়াও ১৯৬৮ সালের ‘কামব্যাক’ অনুষ্ঠানে এলভিস যে গিটারটি ব্যবহার করেছিলেন, সেটিও নিলামে উঠছে। এলভিসের ব্যবহৃত এই সামগ্রীগুলো এতদিন তার সাবেক স্ত্রী প্রিসিলা প্রিসলির সংগ্রহে ছিল। প্রিসিলা এই প্রসঙ্গে ‘রয়টার্স’কে বলেছেন, ‘এই সামগ্রীগুলো এলভিসের স্মৃতি জাগিয়ে তুলবে।’ প্রিসিলা জানান, তিনি এতদিন এলভিসের এই সামগ্রীগুলো আগলে রেখেছিলেন যতœ করে। তবে এখন নিলামে সমর্থন জানাচ্ছেন, কারণ এলভিসের নাম ব্যবহার করে অনেক নকল সামগ্রী নিলামে তোলা হচ্ছে। প্রিসিলা চান, এলভিসের এই স্মৃতিচিহ্নগুলো এমন কারো হাতে যাক, যিনি এগুলো ভালোবেসে সামলে রাখবেন। সূত্র: রয়টার্স
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান