January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 7:35 pm

বাজেট ৮০ কোটি, নায়িকা নিয়েছেন ২০ কোটি, আয় কত?

অনলাইন ডেস্ক :

কলিউডে এন্ট্রি ভালো হলো না বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলার। দর্শকের সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির পাঁচ দিনে খুব একটা সংগ্রহ করতে পারেনি সিনেমাটি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, নেতিবাচক সমালোচনা সত্ত্বেও তামিলনাড়ুর থিয়েটারে চলছে অরুল সারাভানন ও ঊর্বশী রৌতেলা অভিনীত ‘দ্য লিজেন্ড’ সিনেমা। এ সিনেমার বাজেট ৮০ কোটি রুপি। সিনেমায় ৫২ বছর বয়সি অরুলের নায়িকা ঊর্বশী। পোর্টালটির দাবি, মুক্তির পাঁচ দিনে ‘দ্য লিজেন্ড’ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র ৩.৮২ কোটি রুপি। গুঞ্জন রয়েছে, এ সিনেমার জন্য বলিউড সেনসেশন ঊর্বশী রৌতেলা পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। এ গুঞ্জন সত্য হলে, যে কোনও দক্ষিণি নায়িকার চেয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ঊর্বশীর। লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা তাঁর আসন্ন সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। তাঁকে ছাড়িয়ে গেছেন ঊর্বশী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন গীতিকা তিওয়ারি, বিজয়কুমার, প্রভু, সুমন, নাসার, লিভিংস্টোন, যোগী বাবু, বামসি কৃষ্ণা, দীপা শঙ্কর, সিঙ্গামপুলি, লাথা, রব শঙ্কর, মনসুর আলি খান প্রমুখ। জে ডি জেরি পরিচালিত ‘দ্য লিজেন্ড’ মুক্তি পায় ২৮ জুলাই। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পায় সিনেমাটি।