অনলাইন ডেস্ক :
দীর্ঘ ১৭ বছর পর সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড। সিরিজের প্রথম চার ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২রা আগষ্ট) সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী অক্টোবর মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তা মাঠে গড়ানোর আগেই ২০ সেপ্টেম্বর থেকে সাত ম্যাচের এই সিরিজ খেলবে ইংল্যান্ড-পাকিস্তান। এই সিরিজের মাধ্যমেই বিশ্বকাপের প্রস্ততি সম্পন্ন করবে দুই দল। সিরিজের ব্যাপারে পিসিবি পরিচালক জাকির খান বলেন, ‘আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে লাহোর ও করাচিতে অনুষ্ঠিতব্য সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডকে আতিথ্য দেব। আশা করছি ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজটি ক্রিকেটপ্রেমিদের কাছে উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক হবে। ’ সাত ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। যা চলবে ২ অক্টোবর পর্যন্ত।
একনজরে সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ২০ সেপ্টেম্বর, করাচি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ সেপ্টেম্বর, করাচি
তৃতীয় টি-টোয়েন্টি: ২৩ সেপ্টেম্বর, করাচি
চতুর্থ টি-টোয়েন্টি: ২৫ সেপ্টেম্বর, করাচি
পঞ্চম টি-টোয়েন্টি: ২৮ সেপ্টেম্বর, লাহোর
ষষ্ঠ টি-টোয়েন্টি: ৩০ সেপ্টেম্বর, লাহোর
সপ্তম টি-টোয়েন্টি: ২ অক্টোবর, লাহোর
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম