January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 7:47 pm

আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী

অনলাইন ডেস্ক :

খেলা ছাড়লেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটের মূল হর্তা-কর্তা এখন তিনি। বয়স ৫০ বছর হয়ে যাওয়া সাবেক অধিনায়কের প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে ৭ বছর পর। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাবেকদের লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন তিনি। তাও আবার একটি চ্যারিটি ম্যাচে। বিশেষ উপলক্ষকে সামনে রেখে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছেন গাঙ্গুলী। টুর্নামেন্টের দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হবে ভারতের ৫ শহরে। ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ম্যাচ হবে কলকাতা, লখনউ, দিল্লি, জোধপুর এবং কটক বা রাজকোটের যে কোনও একটিতে। ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানের ক্রিকেটাররাও এই আসরে অংশ নিতে পারবেন। তবে সরকারের অনুমতি সাপেক্ষে। গাঙ্গুলী মহতি উদ্যোগের জন্য শুধু একটি ম্যাচে খেললেও এবারের আসরে দেখা যাবে অবসরে যাওয়া ইয়ন মরগান, রস টেইলরদের। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ৫৩জন সাবেকদের তালিকায় আরও নাম রয়েছে- বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, মিসবাহ উল হক, জন্টি রোডস, মিচেল জনসন, ব্রেট লি, শেন ওয়াটসন ও ডেল স্টেইনের। টুর্নামেন্টের প্রথম আসরটি হয়েছিল এই বছরের শুরুতে ওমানের মাস্কাটে। অংশ নিয়েছিল তিনটি দল ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়া লায়ন্স। ম্যাচ হয়েছিল মোট ৭টি। মহারাজাসকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ কাইফ, জায়ান্টসকে ড্যারেন স্যামি ও লায়ান্সকে নেতৃত্ব দেন মিসবাহ। ফাইনালে জায়ান্টসরা লায়ন্সকে ২৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল। সাবেকদের নিয়ে গড়া এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন, ভারতের সাবেক নারী ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। লিগ কমিশনার হিসেবে রয়েছেন রবি শাস্ত্রী ও অ্যাপেক্স কাউন্সিল মেম্বার ওয়াসিম আকরাম।