অনলাইন ডেস্ক :
মাঝমাঠে শক্তি বাড়াতে অ্যাস্টন ভিলা থেকে তরুণ প্রতিভাবান কার্নি চুকুয়েমেকাকে দলে টেনেছে চেলসি। ইংলিশ এই মিডফিল্ডারের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে দলটি। প্রিমিয়ার লিগের দুটি ক্লাবই বৃহস্পতিবার ১৮ বয়র বয়সী চুকুয়েমেকার দল বদলের বিষয়টি নিশ্চিত করেছে। আর্থিক বিষয়ে অবশ্য কোনো পক্ষই কিছু জানায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর, চুকুয়েমেকাকে পেতে চেলসির খরচ ২ কোটি পাউন্ড। ইংল্যান্ড যুব দলের খেলোয়াড় চুকুয়েমেকা ২০১৬ সালে নর্থ্যাম্পটন টাউন থেকে অ্যাস্টন ভিলার অ্যাকাডেমিতে যোগ দেন। ২০২১ সালে ভিলার সিনিয়র দলে অভিষেক হয় তার। গত মৌসুমে লিগে ১২ ম্যাচ খেলেন চুকুয়েমেকা। বার্মিংহ্যামের দলটি টেবিলের ১৪তম স্থানে থেকে আসর শেষ করে। গত মাসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা চুকুয়েমেকা চেলসিতে যোগ দিতে পেরে দারুণ খুশি। চলতি দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে চেলসিতে যোগ দিলেন তিনি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে রাহিম স্টার্লিং এবং নাপোলি থেকে সেনেগালের ডিফেন্ডার কালিদু কলিবালিকে দলে টেনেছে ক্লাবটি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তরুণ গোলরক্ষক গাব্রিয়েল স্লোনিনার সঙ্গে চুক্তি করেছে। তবে মেজির লিগ সকারের দল সিকাগো ফায়ারে ২০২২-২৩ মৌসুম ধারে খেলবেন তিনি। আগামী শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে চেলসি।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম