January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 7:52 pm

সিঙ্গাপুর যাচ্ছেন সোহান

অনলাইন ডেস্ক :

আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। অস্ত্রোপচার করার প্রয়োজন হবে কিনা, সেটি এখন নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন উইকেটকিপার। সিঙ্গাপুরে সোহান র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসককে দেখানোর কথা। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে। নুরুল হাসান সোহানবিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এখন পর্যন্ত জানি না অস্ত্রোপচার করাতে হবে কিনা। তবে সিঙ্গপুর যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভিসা প্রসেসিং চলছে। ভিসা পেলেই যাওয়ার দিন তারিখ চূড়ান্ত হবে। আশা করছি, এশিয়া কাপের আগেই ফিরতে পারবো।’এ ব্যাপারে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ বিপক্ষে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিঙ্গাপুর যাচ্ছি।’ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান সংক্ষিপ্ততম ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের একটি বল তার বাম তর্জনীতে আঘাত করে। সেই চোটেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।