Sunday, July 25th, 2021, 8:38 pm

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। হারারেতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১৯৩ রান তোলে। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মাহমুদউল্লাহর দল। এর মাধ্যমে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ২১৫ রান করে জিতেছিল বাংলাদেশ।