January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 5th, 2022, 3:01 pm

ডামুড্যায় ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালে এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। তিনি ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে কালো রাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন। ৫ আগষ্ট ডামুড্যা উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা ইন্সট্রাক্টর ফয়জুল করিম, ডামুড্যা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মজিদ খান। আলহাজ¦ ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ামর‌্যানবৃন্দ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।