January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 25th, 2021, 9:12 pm

করোনায় মারা গেলেন ইসির যুগ্মসচিব ইসরাইল হোসেন

জেলা প্রতিনিধি, সিলেট :

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (যুগ্মসচিব) মো. ইসরাইল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে নির্বাচন কমিশন। সিলেট বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে ইসরাইল হোসেন সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। রোববার (২৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই কর্মকর্তার। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু গণমাধ্যমকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান আরজু বলেন, সিলেট বিভাগীয় আঞ্চলিক এই নির্বাচন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কমিশনের দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইসরাইল হোসেনসহ এ পর্যন্ত মারা গেছেন সাত জন, সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন।