January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 7th, 2022, 8:08 pm

বড় জয়ে পিএসজির মৌসুম শুরু

অনলাইন ডেস্ক :

লিগ ওয়ানে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে পিএসজি। লিওনেল মেসির জোড়া গোল আর নেইমার-আশরাফ হাকিমিদের গোলের জাদুতে ক্লেহমোহকে স্রেফ উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি। শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ক্লেহমোকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ের ম্যাচে জোটা গোল করেছেন লিওনেল মেসি, আর একটি করে গোল করেছেন নেইমার, হাকিমি ও মারকুয়েনাস। লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে আজ কিলিয়ান এমবাপ্পেকে পায়নি পিএসজি। পায়ের পেশির চোটে ক্লেহমোর বিপক্ষে খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। তবে মেসি-নেইমারসহ বাকি সবাইকেই পেয়েছেন নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে। নিজেদের মাঠে এদিন ম্যাচের নবম মিনিটেই দলকে লিড এনে দেন নেইমার। ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলটি করেন ব্রাজিল তারকা। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ৩-০ করেন মারকুয়েনাস। বিরতির পর নিজেদের রক্ষণ ধরে খেলে পিএসজি। আর শেষ দিকে গিয়ে চমক দেখান মেসি। শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। ৮০তম মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়ার মাঝেই কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপরই আরেকটি গোল করে দলকে বড় জয় উপহার দেন মেসি।