অনলাইন ডেস্ক :
রুশো ব্রাদার্স পরিচালিত ‘দ্য গ্রে ম্যান’-এর প্রথম পর্বের মতোই সিকুয়েলেও থাকছেন ধানুশ। ইনস্টাগ্রামের এক অডিও বার্তায় অভিনেতা নিজেই জানিয়েছেন এই খবর। ইনস্টাগ্রামে শেয়ার করা অডিও বার্তায় ধানুশ বলেছেন, ‘সিক্স, আমি লোন উলফ। আমি শুনেছি আমরা দুজনেই একই মানুষকে খুঁজছি। আপনাকে কিছু পরামর্শ দিতে চাই। খোঁজা বন্ধ করুন, সময় নষ্ট করছেন। কারণ তাকে যদি আমি খুঁজে পাই, তখন আপনার খুঁজে বের করার কিছুই থাকবে না। আর যদি আপনি খুঁজে পান, তাহলে আপনি আপনাকে খুঁজে বের করবো।’ গত (২২জুলাই) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য গ্রে ম্যান’। এই স্পাই অ্যাকশন থ্রিলারের মূল চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং, ক্রিস ইভানস ও অ্যানা দে আরমাসের মতো হলিউড তারকারা। দর্শকের প্রশংসা পেয়েছে ধানুশের চরিত্রটিও। নেটফ্লিক্সে ‘দ্য গ্রে ম্যান’ মুক্তি পাওয়ার পর ৯৩টি দেশের ট্রেন্ডিং-এর টপে ছিল। এখন পর্যন্ত ৯৬.৪৬ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে ছবিটি। সূত্র: বলিউড হাঙ্গামা
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত