অনলাইন ডেস্ক :
দীর্ঘ ৪ বছরের বিরতি ভেঙে অবশেষে পর্দায় দেখা মিললো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। তবে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশেষ সুবিধা করতে পারেনি ছবিটি। যদিও মুক্তির আগে থেকেই ‘লাল সিং চাড্ডা’র প্রচারে লেগে পড়েছিল আমির, তবে বিপরীতে ছিলো অপপ্রাচারের বন্যা! ছবি মুক্তি সামনে রেখে আমিরের পুরনো সাক্ষাৎকার টেনে এনে একটি শ্রেণি ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছিলেন। সিনে বিশ্লেষকরা বলছেন, মুক্তির প্রথম দিনে আমিরের নতুন ছবিটি এসব অপপ্রাচারের শিকারও হয়েছে! বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটি আয় করেছে সাড়ে ১১ কোটি টাকা! যা আমির খানের সিনেমার প্রত্যাশিত আয়ের তুলনায় খুবই কম। তবে একই দিনে মুক্তি প্রাপ্ত অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ ছবির তুলনায় বেশি। শুধু তাই নয় পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের মতো তিনটি চেন থেকে আয় দাঁড়িয়েছে মাত্র ৬.২৫ কোটি টাকার মতো। বাকি পাঁচ কোটির মতো এসেছে দেশের অন্যান্য প্রেক্ষাগৃহগুলি থেকে। ফলে শুরুতেই ১৮০ কোটি রূপি বাজেটের ‘লাল সিং চাড্ডা’র এমন অবস্থা দেখে চলচ্চিত্র বিশ্লেষকরা সন্ধিহানে আছেন আদৌ ছবিটি ১০০ কোটি ছুঁতে পারবে কিনা! এদিকে বক্স অফিসে বরাবরই আমির খান রাজ করলেও ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত তার সর্বশেষ ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ ফ্লপের কাতারে নাম লিখিয়েছিল। যদিও তার আগে মুক্তি প্রাপ্ত আমিরের চার সিনেমা সিক্রেট সুপারস্টার, দঙ্গল, পিকে ও ধুম থ্রি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওটিটিতেও ‘লাল সিং চাড্ডা’ স্ট্রিমিং হবে বলে আইএএনএস কে জানিয়েছেন আমির খান। কিন্তু সেটি ছয় মাসের আগে না সেটিও নিশ্চিত করেছেন এই অভিনেতা। অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় আমির খান ছাড়াও আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমূখ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত