অনলাইন ডেস্ক :
মোবাইল ইন্টারনেট ডাটার দামের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশে। এ ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮ তম।
কেবল.কো.ইউকে এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ১ গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটার গ্রাহকমূল্য ৫৯.৩৮ টাকা।
এদিকে, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোবাইল ডাটা বিশ্বের যেকোনো দেশের চেয়ে সাশ্রয়ী। ভারতে ১ গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটার গ্রাহকমূল্য মাত্র ৭.৬৩ টাকা। এরপরেই রয়েছে ইসারায়েলের অবস্থান। ইসারেয়েলে প্রতি গিগাবাইট মোবাইল ডাটা মাত্র ৯.৩৩ টাকা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকার গ্রাহকরা দ্বিতীয় সাশ্রয়ী মূল্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন। দেশটিতে ১ গিগাবাইট মোবাইল ডাটার মূল্য ৪৩.২৬ টাকা। দক্ষিণ এশিয়ার এই তালিকায় তৃতীয় স্থানে থাকা পাকিস্তানে ১ গিগাবাইট ডাটার মূল্য ৪৩.২৬ টাকা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানে মোবাইল ডাটার মূল্য সর্বোচ্চ। দেশটিতে ১ গিগাবাইট মোবাইল ডাটার জন্য গ্রাহকদের খরচ করতে হয় ১৩১.৪৯ টাকা। এরপর রয়েছে নেপালের অবস্থান, এখানে গিগাবাইট প্রতি মূল্য ৭২.৯৫ টাকা।
বিশ্বে মোবাইল ডাটার ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল হল পূর্ব আফ্রিকার দেশ মালাউই। দেশটিতে ১ গিগাবাইট ডাটার মূল্য ২৩২৫.১৮ টাকা। প্রতি গিগাবাইট মোবাইল ডাটার মূল্য ২৩০৯.০৬ টাকা নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বেনিন।
বর্তমানে বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো গ্রাহেকদের জন্য বিভিন্ন প্যাকেজ অফার দিয়ে থাকে। যেমন, গ্রামীণফোন ৩ দিনের মেয়াদে ৩ গিগাবাইট মোবাইল ডাটা ৬৩ টাকায় বিক্রি করে।
এর চেয়ে একটু কম দামে ৩ দিনের মেয়াদে ৩ গিগাবাইট মোবাইল ডাটা ৫৯ টাকায় বিক্রি করে এয়ারটেল।
মেয়াদ এবং গিগাবাইটের পরিমাণের ভিত্তিতে দেশে মোবাইল কোম্পানির ডাটা প্যাকেজের দাম উর্দ্ধমুখী।
আরও পড়ুন
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
মানুষের মস্তিষ্ক কতটা দ্রুত কাজ করে
প্রথম যাত্রায় খুলনার ৫৫৩ যাত্রী খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু