January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 1:27 pm

জেরুজালেমে ইসরায়েলি বাসে গুলি, আহত ৮

এপি, জেরুজালেম :

দখলকৃত জেরুজালেমের পুরাতন শহরের কাছে রবিবার একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আট ইসরায়েলি আহত হয়েছে বলে পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলার পেটে আঘাত এবং একজন পুরুষের মাথায় ও ঘাড়ে গুলি লেগেছে।

কর্ককর্তারা জানিয়েছেন, ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে বাসটি অপেক্ষা করার সময় গুলি চালানোর ঘটনা ঘটে। এটি হুদিদের প্রার্থনা করার পবিত্রতম স্থান হিসাবে পরিচিত।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে সিলওয়ানের নিকটবর্তী ফিলিস্তিনি এলাকায় তল্লাশি শুরু করেছে।

সম্প্রতি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটল।